ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

কানের মজার মুহূর্তগুলো

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জুন ২, ২০১৬
কানের মজার মুহূর্তগুলো

কান (ফ্রান্স) থেকে ফিরে : বিশ্ব চলচ্চিত্রের তীর্থস্থান কানে কতো কিছুই না হয়! ১২ দিন ধরে এখানে থেকে সংবাদ পরিবেশনের অভিজ্ঞতা লাইফটাইম এক্সপেরিয়েন্স বলা যায়। বাংলানিউজের এডিটর ইন চিফের উৎসাহ আর উদ্যোগে এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে পেরেছি সফলভাবেই।

গত ১১ মে শুরু হয়ে কান উৎসবের ৬৯তম আসরের পর্দা নেমেছে ২২ মে। উদ্বোধন থেকে শুরু করে সমাপনী মঞ্চ পর্যন্ত মজার, অদ্ভুত, বিচিত্র আর স্মরণীয় কিছু মুহূর্তের সাক্ষী হলাম। সেগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটি ছবি দেখুন।


লালগালিচায় মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুরের দীর্ঘ গাউন পরিপাটী রাখতে হিমশিম খেয়েছেন আয়োজকদের প্রতিনিধিরা।


অভিনেতা রাসেল ক্রো ও রায়ান গসলিং মোবাইলে ছবি তোলা নিয়ে মেতেছিলেন রসিকতায়, ‘দ্য নাইস গাইস’ ছবির সংবাদ সম্মেলনে।


সমাপনী অনুষ্ঠান শুরুর আগে লালগালিচায় এরকম মজার ভঙ্গিতে আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ দেন অভিনেতা মেল গিবসন ও তার প্রেমিকা রোসালিন্ড রস।


জুরি প্রাইজ জেতার পর ‘আমেরিকান হানি’র পরিচালক আন্ড্রিয়া আর্নল্ডের নাচ। পাশে ছিলেন ছবিটির অভিনেত্রী সাশা লেন (বাঁ থেকে দ্বিতীয়)।


‘দ্য লাস্ট ফেস’ ছবির সংবাদ সম্মেলনে পরিচালক শন পেনকে পাশ কাটিয়ে যাচ্ছেন অভিনেত্রী শার্লিজ থেরন। এক বছর আগেও তাদের প্রেম ছিলো। তাই এই মুহূর্ত আলাদাভাবে চোখে পড়েছে সবার।

‘দ্য লাস্ট ফেস’ ছবির প্রদর্শনীর আগে লালগালিচায় ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের রসিকতা।


‘অ্যাকুয়ারিয়াস’ ছবির ফটোকলে আলোকচিত্রীদের সঙ্গে অভিনেত্রী সোনিয়া ব্রাগার লুকোচুরি সবাইকে হাসিয়েছে।


প্রতিযোগিতা বিভাগের বাইরের ছবি ‘গিমে ডেঞ্জার’-এর ফটোকলে গায়ক ইজি পপ নিজেই বনে গেলেন আলোকচিত্রী।

‘জুলিয়েটা’ ছবির ফটোকলে অভিনেত্রী রসি ডি পালমা হাস্যরস সৃষ্টি করেন!


সাগরপাড়ে কনকনে ঠান্ডার মাঝে ছবি দেখার জন্য দর্শকদের অপেক্ষা ছিলো চোখে পড়ার মতো।

ফ্রান্স সময় : ২৩৪৬ ঘণ্টা, জুন ০১, ২০১৬
জেএইচ

**
কানে রূপসীদের সেরা ১০ পোশাক
** লালগালিচার আলোচিত রূপবতীরা
** ইরানিদের কান জয়
** কানের অভিজাত ক্লাবে কেন লোচ
** ব্রিটিশদের হাতে স্বর্ণপাম
** যেভাবে বানায় স্বর্ণপাম
** 'দেখা হবে আগামী বছর'
** লালগালিচা লালে লাল!
**কার ভাগ্যে স্বর্ণপাম?

** শেষ মঞ্চ প্রস্তুত
** শেষবেলায় মেল গিবসনের অ্যাকশন
** জিতে গেলো সাদাকালো যুগের প্রেম
** ফিপরেস্কি জিতে স্বর্ণপামের সম্ভাবনা
** আসগর ফারহাদির ইরান ও কানে ফেরা
** লালগালিচায় তোলা ছবির দাম

** ইনভাইটেশন দিলে কোলাকুলি ফ্রি!
** মেয়রের মধ্যাহ্নভোজে দেড় ঘণ্টা
** ছক্কা হাঁকানোর দিনে!
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ