ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রাজধানী জুড়ে বিষাক্ত গোলা আইসক্রিম!

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২
রাজধানী জুড়ে বিষাক্ত গোলা আইসক্রিম!

ঢাকা: রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রগুলোর সামনে অবাধে বিক্রি হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত গোলা আইসক্রিম। বরফের ছোট ছোট টুকরা, ঘনচিনি আর রাসায়নিক রং দিয়ে তৈরি এই গোলা আইসক্রিম এখন শিশুদের কাছে বেশ জনপ্রিয়।



জানা গেছে, এই গোলা আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হচ্ছে মাছের বাজারের বরফ, চিনির তৈরি ঘন রস এবং ক্ষতিকারক রং। আইসক্রিমটি তৈরির জন্য প্রথমে বড় বরফ কুচি করা হয়। এরপর বরফকুচির ওপর বিভিন্ন রঙের চিনির রস দিয়ে তৈরি করা হয় গোলা আইসক্রিম।

বিক্রেতারা জানিয়েছেন, এই চিনির রস রাজধানীর বিভিন্ন মিষ্টির দোকান থেকে সংগ্রহ করা হয়। (রসগোল্লা বিক্রি শেষ হলে যে অবশিষ্ট রস থাকে) না পাওয়া গেলে নিজেরাই চিনির রস তৈরি করেন।

তবে আইসক্রিমে যে রঙ ব্যবহার করা হয়, এর কোনটিই খাদ্যদ্রব্যে ব্যবহার উপযোগী ফুড কালার নয় বলে সূত্র জানিয়েছে।

তবে ব্যতিক্রমী এই আইসক্রিম ব্যবসা এখন অনেক লাভজনক বলে জানা গেছে। আর বাহারি রঙের আইসক্রিমের ক্ষতির কথা না জেনে অভিভাবকদের কাছ থেকেই কোনো আপত্তি ছাড়াই কিনে খাচ্ছে শিশুরা।

রাজধানীর মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়ীদ জানায়, তাদের স্কুলের সামনে প্রতিদিন ২-৩টি গোলা আইসক্রিমের দোকান বসে। একটি আইসক্রিমের দাম ৩০ টাকা। তাদের সামনেই আইসক্রিম তৈরি করা হয়। খেতেও দারুণ মজা। তবে এটি যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা তারা জানে না।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের এক গবেষণায় দেখা গেছে, গোলা আইসক্রিমে ব্যবহৃত প্রতিটি উপকরণই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরণের বিষাক্ত খাবার খেলে কিডনি, লিভার, ফুসফুস ও পাকস্থলি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এক্ষেত্রে শিশুদের বেশি ক্ষতির আশংকা রয়েছে। তাই তারা শিশুদের এই আইসক্রিম থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন।

বন্ধুরা, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও হয়তো প্রতিদিনই এরকম গোলা আইসক্রিমের দোকান বসে। সুস্থ থাকতে চাইলে কখনোই এই বিষাক্ত গোলা আইসক্রিম খেয়ো না কিন্তু।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২


সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি / আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।