ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নতুন বছর

জাকির আজাদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
নতুন বছর

নুতন বছর নিয়ে আসুক
এমন শুভ বর,
থাকবে সবাই হাসি-খুশি
সুখে ভরা ঘর।

ঘুচবে কষ্ট অভাব যতো
জ্বরা ব্যধি জড়,
কেটে যাবে ভুল ও ভ্রান্তি
অমানিশা ঝড়।



হবে সবাই কাজ মনোযোগ
নিষ্ঠা করে ভর,
চলার পথে থাকবে নাতো
কোথাও কোনো ডর।

বাচঁবে সবাই সুস্থ দেহে
বাড়বে আয়ুর গড়,
ছোটো-বড়ো থাকবে মিলে
কেউ হবে না পর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।