ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বের সবচেয়ে বয়সী মানুষদের একজন

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
বিশ্বের সবচেয়ে বয়সী মানুষদের একজন

ঢাকা:  বিশ্বের সবচেয়ে বয়সী মানুষদের একজন হিসেবে স্বীকৃতি পেলেন জাপানের জিরোয়েমন কিমুরা (Jiroemon Kimura)।


গত ১৯ এপ্রিল (বৃহস্পতিবার) ১১৫তম জন্মদিন পালনের মধ্য দিয়ে তিনি এ স্বীকৃতি পান।

১৮৯৭ সালের এই দিন তিনি জন্মগ্রহণ করেন।

স্বীকৃতিপ্রাপ্তির পর তিনি বলেন, ‌‘আমি এতই আনন্দিত যে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। ’  

ওয়ার্ল্ড রেকডর্স একাডেমি তাকে এই স্বীকৃতি দিয়েছে। তবে জিরনটলজি রিসার্চ গ্রুপের (GRG) মতে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষদের মধ্যে তৃতীয়জন। জিআরজি দীর্ঘজীবী মানুষদের বিষয়ে গবেষণা করে থাকে।  

কিমুরার বাড়ি জাপানের কিয়োটা অঞ্চলে। ব্যক্তিগত জীবনে কিমুরা ৭ সন্তানের জনক। যাদের মধ্যে ৫ জন এখনো জীবিত আছেন। অবসরপ্রাপ্ত পোস্ট অফিস কর্মকর্তা কিমুরা জীবনের ৩৮টি বছর স্থানীয় পোস্ট অফিসে কাজ করেছেন।

মজার ব্যাপার হচ্ছে, দিনে মাত্র ৩ বার সামান্য পরিমাণ ভাত ও সবজি খেয়েই এতো বছর বেঁচে আছেন কিমুরা।

বেঁচে থাকার আনন্দে কিমুরা বলেন, ‘আমি সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকি। চিন্তা করি কিভাবে বেঁচে আছি। ’

কিমুরাকে স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড রেকডর্স একাডেমি জানিয়েছে, জিরোয়েমন কিমুরা দিনের বেশির ভাগ সময় বিছানায় শুয়ে কাটান।

বাংলাদেশ সময় : ১১২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২

সম্পাদনায়: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।