ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

স্পেনের চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের আবীর

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ১৮, ২০১২
স্পেনের চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের আবীর

ঢাকা : পানির অপর নাম জীবন। সে তো আমাদের সবারই জানা ।

তবে মানুষের সৃষ্ট কিছু কারণেই পানি সহজেই যেখানে সেখানে পানি পাওয়া যাচ্ছে না। আমরা যদি একটু সচেতন হই তাহলেই এ সমস্যার সমাধান আসতে পারে।

এই সচেতনতা সৃষ্ঠির লক্ষেই পানি নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে উই আর ওয়াটার ফাউন্ডেশন (We Are Water Foundation) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

স্পেনে অনুষ্ঠিতব্য এই উৎসবে অংশগ্রহণের জন্য বিশ্বে বিভিন্ন দেশ থেকে পানি নিয়ে চলচ্চিত্র জমা দিয়েছে নির্মাতারা। এনিয়ে একটি প্রতিযোগিতাও চলছে। প্রতিযোগিতায়  বাংলাদেশের দু’জন নির্মাতার চলচ্চিত্র স্থান পেয়েছে।

এদেরই একজন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ইচ্ছেঘুড়ি বিভাগের প্রদায়ক ও চলচ্চিত্র নির্মাতা আবীর ফেরদৌস। চলচ্চিত্র প্রতিযোগিতায় তার অ্যানিমেশন ফিল্ম  ‘সার্চ অফ এ ওয়াটার’মনোনয়ন পেয়েছে।

প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে । এর মধ্যে তিনটি পুরস্কার বিচারকের রায়ে এবং একটি পুরস্কার ইন্টারনেট ব্যবহারকারিদের ভোটের মাধ্যমে প্রদান করা হবে।

নির্মাতা আবীর ফেরদৌস জানান, যে কোন ইন্টারনেট ব্যবহারকারী আমার চলচ্চিত্রের জন্য ভোট দিতে পারবেন। www.wearewater.org/en/search-of-a-water_108842 এই ঠিকানায় গিয়ে আমার চলচ্চিত্রে ভোট দেওয়া যাবে। এই প্রতিযোগিতায় এখনো আমার সুদৃঢ় অবস্থান রয়েছে। আশা করছি বাংলা ভাষাভাষী ইন্টারনেট ব্যবহারকারীরা আমার পাশে থাকলে অবশ্যই আমি জয়ী হবো। আগামী ৩১ মে পর্যন্ত ভোট দেওয়া যাবে।

বাংলাদেশ সময় : ১১৫০ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।