ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশুশ্রম বন্ধ হোক

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুন ১২, ২০১২
শিশুশ্রম বন্ধ হোক

১২ জুন, আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে- আসুন শিশুশ্রম নিরসনের মাধ্যমে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করি।



আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) উদ্যোগে ২০০২ সালের ১২ জুন থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

দেশজুড়ে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস যথাযথ মর্যাদায় পালিত হলেও শিশুশ্রম রোধে সরকারি ভাবে এখনো কোন কার্যকর উদ্যোগ নেই বললেই চলে।

বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বলছে, দরিদ্রতার কারণেই শিশুশ্রম বাড়ছে। দরিদ্রতা না কমলে এভাবেই চলবে।

যে বছসে শিশুর স্কুলে যাওয়ার কথা সেই বয়সেই শিশুরা শ্রমিক হয়ে গার্মেন্টসে কাজ করছে, ফুলের মালা বিক্রি করছে। আর এসব ঝুকিঁপূর্ণ কাজ করেও পাচ্ছে না তাদের ন্যায্য পারিশ্রমিক। জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কাজে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১২, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।