ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কর্মজীবী মা মিথ্যা বলেন!

রাইসুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
কর্মজীবী মা মিথ্যা বলেন!

ঢাকা: কর্মজীবী ও ব্যস্ত মায়েরা তাদের সন্তানদের দ্রুত খাইয়ে কাজে বের হতে দিনে গড়ে ২০টি মিথ্যা বলেন। এছাড়া সন্তানের নিরাপত্তার জন্যও তারা শিশুদের সঙ্গেও মিথ্যার আশ্রয় নেন।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ৮৪ শতাংশ মাই মূলত সময় এবং ঝামেলা এড়াতে মিথ্যার আশ্রয় নেন।   অপরদিকে এক তৃতীয়াংশ মা বাচ্চাদের খাওয়াতে গিয়ে বড় ঝামেলায় পড়ে যান। বিরক্তির শেষ সীমায় পর্যন্ত পৌঁছে যেতে হয়ে বলেও তারা উল্লেখ করেন।

সেভেন সিস নামের একটি গবেষণা প্রতিষ্ঠান  প্রায় ২ হাজার মায়ের ওপর এ জরিপ চালায়। গবেষণায় দেখা যায় বেশিরভাগ মাই তাদের শিশুদের ঔষধ খাওয়ান মিল্কশেকের মিশিয়ে দিয়ে। এছাড়া ভুলিয়ে ভালিয়ে মিষ্টি ও অন্যান্য লোভনীয় খাবারের প্রতিশ্রুতি দিয়ে তাদের শাক সবজি খাওয়ান হয়।  

এ ব্যাপারে সেভেন সিস হ্যালিবোর্নেজের মুখপাত্র সুসানে রাইট জানান, সাধারণত মায়েরাই পরিবারের মূল চালিকা শক্তি এবং পরিবারের ভালোর জন্য তাকে অনেক কিছুরই আশ্রয় নিতে হয়। তিনি বলেন, “এটা কোনো আশ্চর্য্যরে বিষয় নয় যে মায়েরা তাদের সময় বাঁচাতে এবং বাচ্চাদের সুস্থ রাখতে নতুন নতুন উপায়ের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। যুগ যুগ ধরেই এটা চলে আসছে। ”

পাশাপাশি গবেষণায় দেখা গেছে, ৩৩ শতাংশ মা অনুভব করছেন পরিবার চালাতে তারা অন্য সদস্যদের  থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। এছাড়া প্রতি দশজনের মধ্যে একজন মা জানিয়েছেন তাদের একাই পরিবারের সব কাজ সামলাতে হয়।

এক্ষেত্রে রাইট পরিবারের অন্য সদস্যদের কাছে সাহায্য চাওয়ার পরামর্শ দিয়েছেন মায়েদের প্রতি। তিনি জানান  এক্ষেত্রে মায়েদের সংকোচ থাকার কোনো কারণ নেই। এভাবে একে অপরকে সাহায্য করার মাধ্যমে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয় বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।