ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জন্তুদের জলসা

ফরহাদ খান চৌধুরী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২
জন্তুদের জলসা

শিয়াল মশায় তবলা বাজায়
হাতি গায় গান
ভালুক বসে চিন্তা করে
বাঘ খায় পান।

হরিণ আবার ঘুঙুর পায়ে
নাচে ঝুমুর ঝুম্
সিংহ মামা ঝিমচ্ছিলেন
পরে হলো ঘুম।



খরগোশ এসে বলল, মামা
আমিও গাইবো গান
কপি ক্ষেতে বসে বসে
ঠিক করেছি তান।

গান লিখেছে ধুর্ত বানর
মনে সে কি গর্ব
হনুমানের মুখ পুড়ে ছাই
মান হয়ে যায় খর্ব।

সজারুটা সেতার সাধে
সা রে গা মা পা ধা
বানর ভাইয়ার চক্ষু চড়ক
সঙ্গে লাগে ধাঁ ধাঁ।

চিতা আছেন খোশ মেজাজে
যেমন খুশি সাজে
বন বিড়ালের মুড ভালো নেই
লাগছে কি-যে বাজে!

কুমির পেয়ে নিমন্ত্রণ
খুশিতেই আট খানা
তিমি নিলেন উগ্র মেকআপ
তাইরে নাইরে তানা।

ততক্ষণে মেঘ হয়েছে
উঠল সাথে ঝড়
সিংহ মামা বলল, কেশে-
সবাই উঠে পড়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।