ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

লন্ডনে প্রশংসিত বাংলাদেশি শিশুদের চিত্রকর্ম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
লন্ডনে প্রশংসিত বাংলাদেশি শিশুদের চিত্রকর্ম

ঢাকা: লন্ডনের একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের বিদ্যালয় শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মের সাফল্যের স্বীকৃতি হিসেবে একটি প্রদর্শনীর আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল ও এইচএসবিসি ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশের সিলেট অঞ্চলের ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা চিত্র পাঠানো হয় লন্ডনের ‘রিভার্স অব দি ওয়ার্ল্ড’ শীর্ষক এ বছরের টেমস ফেস্টিভাল প্রজেক্টে।

সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো বিশেষ প্রশংসিত হয়।

বাংলাদেশের খুদে আঁকিয়েদের ছবিগুলো পরবর্তীতে দেশের প্রখ্যাত কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীবের প্রত্যক্ষ সহযোগিতায় ডিজিটাইজড করেন কার্টুনিস্ট সাইদ রাশাদ ইমাম তন্ময়।
TONMOY
বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা ছবি প্রশংসিত হওয়ায় তাদের কাজের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ কাউন্সিল এবং এইচএসবিসি যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি চিত্র প্রদর্শনী এবং একটি ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছে। দু’টি আলাদা ভেন্যুতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত।

ধানমন্ডির রবীন্দ্র সরোবর এবং ঢাকা আর্ট সেন্টারে শুরু হওয়া প্রদর্শনীর উদ্বোধন করেন কার্টুনিস্ট আহসান হাবীব। এসময় আরও উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু তিলকে, ব্রিটিশ কাউন্সিলের পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রাম বিভাগের পরিচালক রবিন ডেভিস প্রমুখ।

বাংলাদেশ সময়:১৮১৪ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।