ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মিছেমিছি ছোট্ট মনে কর

তানজিল রিমন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২
মিছেমিছি ছোট্ট মনে কর

আম্মু, আমি হয়েই গেছি বড়
আমায় তুমি মিছেমিছিই
ছোট্ট মনে কর।

একা একা হাঁটতে পারি
আঁকতে পারি আমার বাড়ি
বাংলা খাতায় নাম লিখেছি
ইংরেজিতেও ঠিক শিখেছি
ইচ্ছে হলে এখন বানান ধর।



সত্যি, আমি হয়েই গেছি বড়
তবে কেন আমায় তুমি
ছোট্ট মনে কর।

টেবিলটাতে যদি দাঁড়াই
আমার পায়ের জুতো ছাড়াই
তখন তুমি এসো নিজে
দেখবে আমায় আমি কি যে
তোমার থেকে একটু হলেও বড়।

সত্যি, আমি হয়েই গেছি বড়
আম্মু আমায় তবু কেন
ছোট্ট মনে কর।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।