ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

টইয়ের জন্য ছড়া

মাহফুজা হিলালী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
টইয়ের জন্য ছড়া

টইটই

নাম তার টইটই
সারাদিন হইচই
মুখে তার ফোটে খই
খায় সে চিড়া-দই
রং দিয়ে আঁকে কই
পড়ে সে ছড়ার বই
সন্ধ্যা হলে ‘বাবা কই?’
রাতে বলে জেগে রই
আমি একটু ভূত হই
মা বলে, তাই সই। ।




হুতোম প্যাঁচা

kidsএক যে ছিলো হুতোম প্যাঁচা
বসতো এসে গাছে
টইটই তখন গল্প শুনতে
বসে নানির কাছে।
নানি যখন গল্প বলে
টইটই তখন হাসে
হুতোম প্যাঁচা তাই দেখে
কান ঘুরিয়ে নাচে। ।

মাসিপিসি

ঘুমপাড়ানি মাসিপিসি
আসে যখন রাতে
টইটই তখন ঘুম তাড়িয়ে
গল্প করতে বসে।
গল্প কোরে ক্লান্ত হয়ে
মাসিপিসি কাঁদে
খুশি হয়ে টই তখন
খিলখিলিয়ে হাসে। ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।