ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জুজুবুড়ি

মাহমুদ মেনন খান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
জুজুবুড়ি

জুজুবুড়ি থুত্থুড়ি
মোদের বাড়ি এসো না,
দোলনা পাশে বসে খোকার
খক খক কেশো না।

তোমার কাশি অট্টহাসি
আছে মোদের জানা,
সাঁঝ সকালে যখন তখন
কেনই বা দাও হানা।



ছোঁচা তুমি পেটুক বড়
লোভ ভরা দুই চোখ,
খোকার দুধের বাটির ’পরে
তাইতো তোমার ঝোঁক।

তোমার অমন কুঁতকুঁতে চোখ
লম্বা হাতের নখ,
শনের নুড়ি চুলগুলি আর
কুঁচকে যাওয়া ত্বক।

কি ভেবেছো ওসব দেখে
খোকন পাবে ভয়?
ভুল ভেবেছো ছোঁচা বুড়ি
তেমন হবার নয়।

মোদের খোকার সাহস বড়
মারছে দেখ ডন,
পাকিয়ে ঘুষি মারলে তবে
ঘুরবে যে বন বন।

কোন সাহসে তবুও তুমি
মোদের বাড়ি আসো,
দোলনা পাশে বসে খোকার
খকর খকর কাশো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।