ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শুধুই ফ্রেমে ছবি

শাহজাহান মোহাম্মদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৩
শুধুই ফ্রেমে ছবি

কোথায় আমার সবুজ গ্রাম
কোথায় শ্যামল ছায়া?
চারদিকে পাকা দালান
নেইতো গ্রামের মায়া।

কোথায় আমার সবুজ গ্রাম
কোথায় ডাঙ্গর নদী?
পাই না খুঁজে পালের নাও
দেখতাম নিরবধি।



কোথায় আমার সবুজ গ্রাম
কোথায় পালা গান?
কোথায় গেল ঢেঁকি ছাঁটা
আউশ চালের ঘ্রাণ।

কোথায় আমার সবুজ গ্রাম
কোথায় রাখাল বাঁশি?
কোথায় গেল কামার কুমার
পায় না মাটি চাষি।

এখন আমার সবুজ গ্রাম
শুধুই ফ্রেমে ছবি
স্মৃতি নিয়ে মনের ব্যথায়
বুকে জ্বলে রবি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
এসএ-ichccheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।