ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খেলো টম অথবা জেরি হয়ে

মো: হাসিবুল হাসান, ওয়েব এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
খেলো টম অথবা জেরি হয়ে

বন্ধুরা এতাদিন তো টম এন্ড জেরিকে টিভির পর্দায় দেখেছো। কখনো তোমার হতে ইচ্ছে হয়েছে টম, আবার কখনও জেরি।

এখন তুমি তোমার ইচ্ছে মতো টম অথবা জেরি হয়ে খেলতে পারবে। ইচ্ছেমতো মারতে পারবে জেরিকে অথবা বিপদে ফেলতে পারবে টমকে।

প্রথমে প্লে বাটনটি ক্লিক করতে হবে। তারপর তুমি কার পক্ষ নিয়ে খেলতে চাও সিলেক্ট করতে হবে সেটি। তোমার কম্পিউটারের মাউস ও কি-বোর্ডের রাইট, লেফট, আপ, ডাউন এবং স্পেস বোতামগুলোর মাধ্যমে তুমি ফাইট করতে পারো টম অথবা জেরির সঙ্গে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।