ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মাথায় টাক পড়ে কেন?

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
মাথায় টাক পড়ে কেন?

চুল মাথার সৌন্দর্য বাড়ায়। ছেলে-মেয়ে কেউই চুলের যত্ন নিতে ভোলে না।

তারপরও কারো কারো মাথায় টাক পড়ে। কিন্তু কেন?

আমাদের সারা শরীরে থাকে প্রায় ৫০ লাখ চুল। এই চুলের ৯০ ভাগই থাকে আমাদের মাথায়। কিন্তু একসময় ব্যাপক হারে চুল পড়তে পড়তে আমাদের মাথায় টাক পড়ে যায়।

টাক দুই ধরনের হতে পারে। এক হলো পাকাপাকি বা চিরকালের জন্য টাক পড়া। দ্বিতীয়ত, অল্প সময়ের জন্য হঠাৎ টাক পড়া।

টাক পড়ার কয়েকটি কারণ আছে। এর মধ্যে বংশের ধারার কারণে টাক পড়া অন্যতম। অনেকের আবার বয়সের কারণে অতিরিক্ত চুল ঝরে টাক পড়ে। এছাড়া পুরুষের শরীরে অ্যানড্রোজেন নামে এক ধরনের হরমোনের কারণেও কোনো কোনো পুরুষের মাথায় টাক পড়ে।

টাক পড়ার আরো কয়েকটি কারণ আছে। এগুলোর মধ্যে রয়েছে- ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, চর্মরোগ, ছত্রাকের আক্রমণ, মানসিক চাপ, শরীরে বড় ধরনের কোনো আঘাত এবং রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়া। এসব কারণেও পুরুষ কিংবা মহিলাদের মাথায় টাক পড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
এসএ-ichccheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।