ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

১৯ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
১৯ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

ঢাকা: ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে ১৯ জানুয়ারি শুর হতে যাচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ২৫ জানুয়ারি পর্যন্ত এ উৎসব সব বিভাগীয় শহরে একই সঙ্গে চলবে।



প্রতিবারের মতো চিলড্রেনস ফিল্ম সোসাইটি এ উৎসবের আয়োজন করেছে। এবারের উৎসবে সারাদেশে মোট ২২টি স্থানে ৪২টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বর ও শওকত ওসমান মিলনায়তন।

এ ছাড়া ঢাকায় সাতটি, চট্টগ্রামে সাতটি, রাজশাহীতে চারটি এবং রংপুর, খুলনা, সিলেট ও বরিশালে একটি করে ভেন্যু থাকবে।

উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যে ৬টায় মোট ৪টি করে প্রদর্শনী হবে। উৎসবের সব প্রদর্শনী শিশুদের থাকবে জন্য উন্মুক্ত।

ইউনিসেফ এ ব্যাপারে বিশেষ সহযোগিতা দিচ্ছে। এ ছাড়া শিশু প্রতিনিধিদের জন্য সপ্তাহব্যাপী থাকবে কর্মশালা,  সেমিনার, বিশিষ্টজনদের সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতাসহ নানা আয়োজন।
ঢাকার উৎসবে এবারো আমন্ত্রণ জানানো হয়েছে সারাদেশ থেকে ১২৫ জন শিশু প্রতিনিধিকে।

বাংলাদেশের শিশুদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে প্রাথমিকভাবে মনোনীত ৬০টি ছবি থেকে পাঁচটিকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট ও ছবি নির্মাণের জন্য ২৫ হাজার টাকার আর্থিক প্রণোদনা।

এবারের উৎসবে ৬ বিদেশি অতিথিও অংশ নিচ্ছেন। তারা হচ্ছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত, কানাডার চলচ্চিত্রকার ন্যান্সি ট্রিট্স বটকিন ও প্রযোজক মার্ক শেক্টার, সিঙ্গাপুরের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও সংগঠক ফিলিপ চিয়াহ, যুক্তরাজ্যের ড্যানিয়েল স্মিথ ও ইতালির চলচ্চিত্র নির্মাতা গিউসেপ ক্যারিয়েরি।
বন্ধুরা, এখনই তৈরি হয়ে যাও তোমাদের পছন্দের চলচ্চিত্রটি দেখার জন্য।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।