ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশুদের বই প্রকাশে অযত্ন অবহেলার অভিযোগ

এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৩
শিশুদের বই প্রকাশে অযত্ন অবহেলার অভিযোগ

বইমেলা থেকে: শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার ১৫তম দিনের প্রথমভাগ শিশু-কিশোরের জন্য বরাদ্দ ছিল। বাংলা একাডেমী ঘোষিত ৪টি শিশুপ্রহরের তৃতীয় শিশুপ্রহর ছিল আজ সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।



শিশু চত্বরের প্রতিটি স্টল আজ শিশু-কিশোরদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে। ছোট্ট শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরীদের পদচারণায় মুখরিত ছিল বইমেলা প্রাঙ্গণ। স্টলগুলি শিশু ও তাদের অভিভাবকে ঠাসা। হাতে হাতে বর্ণিল বই নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট সোনামণিরা।

গত ৮ ফেব্রুয়ারি এবারের বইমেলার প্রথম শিশুপ্রহর কিছুটা জমে উঠলেও, ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় শিশুপ্রহর প্রকাশক-বিক্রেতাদের প্রত্যাশা পূরণে ছিল ব্যর্থ। কিন্তু শুক্রবারের শিশুপ্রহরে শিশু-কিশোরদের আগমন, অনেকটাই কাটিয়েছে আগের দিনের হতাশা। বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা বাংলানিউজকে বলেন, “আজ অনেক শিশু-কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে বইমেলায় এসেছে। অনেক আগ্রহ ও উৎসাহ নিয়ে তারা বই কিনছে। এটা আমাদের প্রকাশকদের জন্য আশাব্যঞ্জক বিষয়। ”

মিরপুর থেকে আসা ব্যাংকার রফিকুল ইসলাম বলেন, “বইমেলার শিশুপ্রহরে নিজের সন্তানকে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। আমার ছেলেটাও ভীষণ উল্লসিত। কিন্তু ভালো মানের বই অপ্রতুল। প্রকাশকরা খুব অযত্ন ও অবহেলায় শিশুদের বই প্রকাশ করছেন। বানান ভুল ও মুদ্রণ ত্রুটিতে পূর্ণ বেশিরভাগ বই। আর আমাদের দেশের লেখকেরা শিশুদের জন্য কোনো দায়িত্বই বোধ করে না মনে হয়। কারণ গুণী লেখকেরা প্রায় সবাই শিশুদের জন্য লেখাটাকে এড়িয়ে যান। ”

বইমেলায় দুই মেয়ে নিয়ে এসছেন হাফিজুর রহামান। পেশায় তিনি শিক্ষক। তিনি শিশুদের বই প্রকাশনা প্রসঙ্গে বলেন, “যে জায়গাটাতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, সেই শিশুদের বই প্রকাশেই বড় বড়প্রকাশনাগুলির সবচেয়ে বেশি অনীহা। আর এই সুযোগ নিয়ে অখ্যাত বা অযোগ্য প্রকাশনী যত্ন ছাড়াই শিশুদের বই অনেক ভুলসহ প্রকাশ করে যাচ্ছে। এটা দেকার কেউ নাই। ”    

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।