ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বের সবচেয়ে বড় বিড়াল ‘স্টিউয়ি’

আরিফ হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
বিশ্বের সবচেয়ে বড় বিড়াল ‘স্টিউয়ি’

অনেক খবরের পর এবার এসেছে বিড়ালের খবর। এবার পৃথিবীর দীর্ঘতম বিড়াল হিসেবে গিনেস রেকর্ড এর মুকুট পড়লো ‘স্টিউয়ি’ নামের এক বিড়াল।

মেনি প্রজাতির এই বিড়ালের দৈঘ্য ৪৮.৫ ইঞ্চি।

‘স্টিউয়ি’ নামের এই বিড়ালের মালিক যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের হেন্ড্রিকসন ব্রান্ডনেস। তিনি বলেন, আজ থেকে তিন বছর আগেই স্টিউয়ির লম্বা আকার আমাদের চোখে পড়ে। তাকে সবাই আশ্চর্য হয়ে বলতো ‘কত লম্বা` বিড়াল’। কিন্তু আমরা তা নিয়ে চিন্তা করতাম না।

এর আগে গিনেস বুক দীর্ঘতম বিড়ালের রেকর্ড ছিল ৪৮ ইঞ্চি। যা স্টিউয়ি এর চেয়ে ০.৫ ইঞ্চি কম।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।