ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

তোমাদের জন্য চিরকালের গল্প

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
তোমাদের জন্য চিরকালের গল্প

‘সকালবেলা নদীতে গিয়ে একটু গোসল করে আসে আবাবিল পাখি। সকলে বলে শীতের দিনে এই পাখি এলো কোথা থেকে।

এরপর সারা শহর উড়ে উড়ে দেখে। একটা চড়াইয়ের সঙ্গে কথা বলে। দেখে শহরটায় অনেক বড় বড় দালান আছে। এরপর ফিরে আসে সন্ধ্যায় সুখী রাজকুমারের কাছে। বলেÑ মিশরের কাউকে কী কিছু বলতে হবে? এখন আমি মিশরের দিকে রওয়ানা দেবো। আর একটা রাত কী তুমি থাকতে পারো না আবাবিল। আবার কাঁদতে শুরু করে সুখী রাজকুমার। ’

ওদিকে কি হলো জানো? রাজকুমারের মতো গরিব ছেলেমেয়েরা কাঁদতে শুরু করলো। কারণ ‘আশপাশের গরিব ছেলেমেয়েদের খেলার বাগানটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেলো। ওরা সেই বাগানের দেয়ালের চারপাশে ঘোরে। তারপর ধুলোবালি মাখা পথের ওপর খেলতে চায়। কিন্তু সেখানে খেলা ঠিক জমে না। কারণ রাস্তায় ধুলোবালি, লোক, গাড়ি-ঘোড়া কত কি। Ñ ইস কি যে সুন্দর ছিল বাগানটা। কত মজা করে আমরা খেলতাম। তাদের সেই করুণ ভাষা স্বার্থপর দৈত্যের কানে যায় না। সে নিজের বাগানে একা ঘোরে। বোধ হয় মনে মনে ভাবেÑ আমি এই বাগানের মহারাজা। ’

আমার মনে হয় তোমরা ভাবছোÑ এতো সুন্দর গল্পগুলো যিনি লিখেছেন তার নাম কী। কিংবা এতক্ষণ গল্পের যে অংশটুকু পড়লে তার পুরোটাই কোন বই থেকে পড়ে নেওয়া যাবে। জানা যাবে রাজকুমার আবাবিল পাখির জন্য কেন কাঁদছিল। দুষ্টু দৈত্য কেনই বা বন্ধ করে দিয়েছিল বাচ্চাদের খেলার মাঠ? এসব প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের একটি বই পড়তে হবে। বইটির নাম ‘তোমাদের জন্য চিরকালের গল্প’।

বিশ্বখ্যাত লেখক ওসকার ওয়াইল্ডের তিনটি গল্প লেখক বন্ধু সালেহা চৌধুরী অনুবাদ করে তোমাদের জন্য বইটি সাজিয়েছেন।

বইটির প্রচ্ছদ এঁকেছেন আঁকিয়ে বন্ধু অরিহা সৌপ্তিক। আর প্রতিটি গল্পের সঙ্গে মিলতাল করে ছবি এঁকেছেন মনিরুজ্জামান পলাশ। বইটি প্রকাশ করেছে ঢাকার তেপখানা রোডের সিঁড়ি প্রকাশন। অমর একুশে গ্রন্থমেলা ২০১৩-এ প্রকাশিত ৪৮ পৃষ্ঠার এ বইটির মূল্য ১০০ (একশত) টাকা।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।