ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইচ্ছে করে

আজিম হোসেন আকাশ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মে ৩, ২০১৩
ইচ্ছে করে

ইচ্ছে করে চিলের মতো
ওই আকাশে ঘুরতে,
ইচ্ছে করে ঘুড়ির মতো
হাওয়ায় হাওয়ায় উড়তে।

ইচ্ছে করে গভীর জলে
মাছের মতো চলতে,
ইচ্ছে করে ওই আকাশে
তারার মতো জ্বলতে।



ইচ্ছে করে ওই নীলিমায়
মেঘের মতো ভাসতে,
ইচ্ছে করে জোছনা রাতে
চাঁদের মতো হাসতে।

ইচ্ছে করে ভরদুপুরে
ধূলো-বালি খেলতে,
ইচ্ছে করে শিশুপার্কে
নাগরদোলায় দুলতে।

ইচ্ছে করে ঘোড়ার মতো
দ্রুত বেগে ছুটতে
ইচ্ছে করে ফুল কাননের
গোলাপ হয়ে ফুঁটতে।

ইচ্ছে করে দেশের তরে
বীরের মতো লড়তে,
ইচ্ছে করে ন্যায়-বিচারের
সমাজটাকে গড়তে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মে ০৩, ২০১৩
এএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।