ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চূড়ার নাম মাউন্ট এভারেস্ট কেন?

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মে ৫, ২০১৩
চূড়ার নাম মাউন্ট এভারেস্ট কেন?

বন্ধুরা, তোমরা নিশ্চয় বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের নাম শুনেছ। অনেকে হয়তো দেখেছও।

কিন্তু জান কি, কীভাবে এর নাম মাউন্ট এভারেস্ট হলো?

তাহলে চলো জেনে নেই এর সংক্ষিপ্ত ইতিহাস।

মাউন্ট এভারেস্ট হলো হিমালয়ের সবচেয়ে উঁচু চূড়ার নাম। পাহাড় চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখার রয়েছে এক মজার কাহিনী।
everest-warming
তোমরা নিশ্চয় জান হিমালয় নেপালে অবস্থিত। এই চূড়ার নেপালী নাম ‘সরগমাথা’ মানে স্বর্গের মাথা। সপ্তদশ শতকে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য ছিল। তারা ১৮৫২ সালে হিমালয়ের নানা তথ্যের জন্য এক জরিপের দল পাঠায়। দলের প্রধান ছিলেন স্যার এভারেস্ট। সঙ্গে ছিলেন জরিপ বিভাগের একজন বাঙালি কর্মচারী। তার নাম রাধানাথ শিকদার।

জরিপ চলার সময় রাধানাথ হিমালয় সংক্রান্ত অনেক তথ্যের সঙ্গে অঙ্ক কষে সরগমাথার সঠিক অবস্থিতি ও উচ্চতা বের করেন। কিন্তু তিনি ছিলেন নিম্নশ্রেণীর কর্মচারী। তাই সমস্ত জরিপের তথ্য দিতে হলো উচ্চপদস্থ এভারেস্টের কাছে।

কিন্তু যখন এই শৃঙ্গের নামকরণ করা হয়, নাম হলো জজ এভারেস্টের নামে। রাধানাথ শিকদারের নামে হলো না। কারণ এভারেস্ট ছিলেন জরিপ কাজের প্রধান। সেখান থেকেই ‘সরগমাথা’ শৃঙ্গের আন্তর্জাতিক নাম মাউন্ট এভারেস্ট।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ০৫, ২০১৩
এএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।