ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঠাকুরবাড়ির প্রদীপ

শাহজাহান মোহাম্মদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, মে ৭, ২০১৩
ঠাকুরবাড়ির প্রদীপ

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি
পেল আশ্চর্য এক প্রদীপ
সবার সাথে সেই আলোতে
রাঙলো মোদের ব-দ্বীপ।

জাতীয় সংগীত দিয়ে মোদের
ধন্য করলে ভূমি
কাব্যে গানে গল্পে গাঁথায়
বিশ্ব ভরালে তুমি।



গীতাঞ্জলি লিখে তুমি
করলে নোবেল জয়
সাহিত্যের পাতায় পাতায়
তোমার কথা কয়।

প্রেম, প্রকৃতির ভালোবাসা
শেখালে জগ‍ৎময়
তাই তো তোমার এই জনমে
হবে নাতো ক্ষয়।

এএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।