ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মীম নোশিন নাওয়াল খান-এর ছড়া

এলো বরষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এলো বরষা

বরষা এলো, বরষা এলো
আজ খুশি খুব ব্যাঙ,
তাকধিনাধিন নাচছে তারা
গাইছে ঘ্যাঙর ঘ্যাং।

খাল-বিল পুকুর ডোবা
শাপলা ফুলের মেলা,
গাছের ডালে কদম থোকা,
হলুদ-সাদার খেলা।



পায়ে হাঁটা পথগুলো সব
জল থইথই ভরা,
নৌকো লাগবে, লাগবে ভেলা
এইতো চলাফেরা।

প্রকৃতির এই পরিবর্তন
দিচ্ছে বুঝি বলে,
বর্ষা ঋতু ফিরে এলো
বাংলা মায়ের কোলে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এএ-ichchhehguri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।