ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শখের ঘুড়ি

শাহজাহান মোহাম্মদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৩
শখের ঘুড়ি

আমার একটা ঘুড়ি ছিল
লাল সবুজে মাখা
মনের সুখে উড়িয়ে দিতাম
লেজটা আঁকা-বাঁকা।

বই খাতাসব শিকায় তুলে
লাটাই সুতা হাতে
ছুটে যেতাম তেপান্তরে
বন্ধু ক’জন সাথে।



নীল আকাশে মেঘের ভেলায়
মুক্ত চিলের মত
ডানা মেলে উড়তো ঘুড়ি
আনন্দ যে কত।

রং-বেরঙের ঘুড়ির মেলায়
স্বপ্ন উড়ে যেত
মনটা যদি ঘুড়ি হয়ে
আকাশ ছুঁতে পেত!

হঠাৎ দেখি কাটলো ঘুড়ি
পড়লো যে হৈ চৈ
কাঁদতে কাঁদতে বলি আমি
আমার ঘুড়ি কই?

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
এএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।