ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কলাপাড়ায় বাংলানিউজের ইভটিজিং বিরোধী মানববন্ধন

গোফরান পলাশ, কলাপাড়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১০
কলাপাড়ায় বাংলানিউজের ইভটিজিং বিরোধী মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী): ‘ইভটিজিং রোধে আমরা সচেতন, আপনি?’ এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর শিশুবিভাগ ইচ্ছেঘুড়ি’র উদ্যোগে শনিবার সকালে ইভটিজিংবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শহরের মনোহরপট্টিতে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, এনজিওকর্মীসহ কলাপাড়া সম্মিলিত নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা অংশ নেন।



এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া সম্মিলিত নাগরিক সমাজের প্রতিনিধি নাসির তালুকদার, উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সূজা প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা দেশের বিভিন্ন এলাকায় ইভটিজিংয়ের শিকার শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে অভিযুক্ত বখাটেদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।