ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

লক্ষ্মীপুরে বাংলানিউজের ইভ টিজিংবিরোধী মানববন্ধন

সাইফুল ইসলাম স্বপন,লক্ষ্মীপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
লক্ষ্মীপুরে বাংলানিউজের ইভ টিজিংবিরোধী মানববন্ধন

লক্ষ্মীপুর: ইভ টিজিংবিরোধী সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে সোমবার লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর শিশু বিভাগ ইচ্ছেঘুড়ির উদ্যোগে সকাল ১০টায় লক্ষ্মীপুর প্রেসকাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল হোসেন।



এসময় তিনি বলেন, ‘আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকায় লক্ষ্মীপুর জেলায় এখন পর্যন্ত কোন মেয়েকে আত্মহত্যার শিকার হতে হয়নি। কয়েক জায়গায় ইভ টিজিং এর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা কঠোর ভূমিকা নিয়েছি। ’

এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম গোস্তফা, লক্ষ্মীপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিজা, সিডব্লিউডির নির্বাহী পরিচালক পারভিন হালিম, বেসরকারি উন্নয়ন সংস্থা বিটার সমন্বয়কারী মোজ্জামেল সোয়েব, সাংবাদিক জহির উদ্দিন, ইভ টিজিংবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন শান্ত, শিশু বিষয়ক পত্রিকা ‘বীরপ্রসূ’র সম্পাদক তকিউদ্দিন মুহাম্মদ আকরাম প্রমূখ।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, এনজিওকর্মী, সাংবাদিকসহ লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।