ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছড়া গল্প

পান্তা বুড়ি ও পরান পাখি

এস এম মুকুল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩
পান্তা বুড়ি ও পরান পাখি

পান্তা বুড়ি পান্তা কুড়ায়- ছন্দ কাটে ছড়ায় ছড়ায়
এ বাড়ি যায় ও বাড়ি যায়- ছন্দে ছন্দে গল্প শোধায়
বৃক্ষ লাগাও বৃক্ষ  লাগাও
সবুজ বাঁচাও- বাঁচতে হলে।

বুড়ির দুটো নাতি আছে- একটা পরান, একটা পাখি
সুযোগ পেলেই ওরাও বলে-
ও দাদুমা ও দাদুমা : কেন জপো এসব তুমি, বুঝাও মাথা-মুণ্ডু
বৃক্ষ  লাগাও- সবুজ বাঁচাও- এমন কি সে কাণ্ড!

পান্তা বুড়ি : শুনবে নাতি,  সর্বনাশের খবর, শুনলে পাবে ডর!
ঝড় আসবে ঝড়!!
তুফান আসবে... হারিকেন না-কি যে বলে ওটাও আসবে,
খরা হবে, মঙ্গা হবে...ভূমিকম্প- ওটাও হবে??

পরান : হে... হে... হে...
পাখি : তারপর বলো, তারপর...?

পান্তা বুড়ি : এই দেখোনা বন-জঙ্গল করছে সাবাড়, ইট-ভাটাতে পুড়ছে দেদার
বলবো কি ভাই, জমি যাচ্ছে কমে, খাদ্যের অভাব- যায়না পাওয়া দামে!

পরান : তো বৃক্ষ  লাগাও, সবুজ বাঁচাও, নিজে বাঁচো
এসব কেন বলো?

পান্তা বুড়ি : তবে শোনো, গাছের গল্প বলি-
গাছ আমাদের বন্ধু-সুজন,
গাছ থেকে পাই ফল ফলাদি, ফুলের সুবাস, শীতল বাতাস।


গাছ আর কি দেয় জানো?

পাখি : গাছ থেকে পাই কাঠ-জ্বালানি।

পরান : দারুণ বললে পাখি! আমিও বলি-
গাছ থেকে পাই সবুজ ছায়া, শীতল বাতাস
গাছের ডালে, লতায়-পাতায় থাকে- পোকামাকড় বাঁধে বাসা।
হরেক রকম পাখি থাকে গাছের ডালে।
image_1
পান্তা বুড়ি :  ঠিক বলেছ, পোকামাকড়, পাখি কিন্তু পরিবেশের বন্ধু-সুজন।
শুধু কি তাই? বন-জংলায় পশু পাখির নিবাস।
তারা অনেক উপকারী এই পৃথিবীর আবাস।

শোনো আরো বলি
গাছ আমাদের বাঁচিয়ে রাখে অক্সিজেন দেয়,
আমাদের নিঃশ্বাসের এই বিষ শুষে নেয়!
এমন বন্ধু পাবে?
যে বন্ধুটাকে বাঁচাতে ঠিক নিজে বিষটা খাবে!

পরান ও পাখি : দারুণ বললে দাদু... গাছ আমাদের বন্ধু বটে।

পান্তাবুড়ি : আরো শোনো গাছের আছে যাদু!
গাছ- ঝড় তুফানকে ঠেকায়, আগলে রাখে এই বাড়ি-ঘর
শেকড় দিয়ে ধরে রাখে মাটি,
নদী-খালের ভাঙন থেকে আমরা বাঁচতে পারি!

পরান ও পাখি : তো কি- করতে হবে বলো

পান্তাবুড়ি :  চলো- বাড়ির সামনে পিছে, নদীর ধারে, পুকুর পাড়ে
ক্ষেতের আলে, সড়ক জুড়ে... যে যেখানেই পারো,
গাছ লাগাবে ইচ্ছেমতো... আরো এবং আরো।

পরান ও পাখি : দাদু, গাছ আর যে কি কি করে?

পান্তাবুড়ি :  গাছ বৃষ্টি নামায়, প্রাণিকূলের আহার যোগায়,
গাছ, অর্থ যোগায়। গাছে আছে ওষুধিগুণ দারুণ।

পাখি :  দারুণ... দারুণ
পরান :  দাদু, আর কি বাকি আছে- আমরা পাই যা গাছের কাছে?

পান্তাবুড়ি :  গাছ, আপনা আপনি বাড়ে- এর নেইকো খরচ পাছে!

পরান ও পাখি- আচ্ছা বলো, গাছ লাগালে আর কি যেন হবে?
বুড়ি- শ্যামল সবুজ সাজে এই পৃথিবী রবে
চোখের আলোয় সবুজ ভালো, দৃষ্টি ভালো পাবে।

পরান ও পাখি : তবে গাছ লাগাতেই হবে। তবে সমস্যাটা কি যে?

পান্তাবুড়ি :  গাছ কাটবে, না রাখবে- এবার ভাবো নিজে!

থিম : পান্তা বুড়ি গ্রাম বাংলার রূপক চরিত্র। মূলগল্প : বৃক্ষরোপণ আন্দোলন, গাছের উপকারিতা ও পরিবেশ রক্ষা।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।