ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ব্যাংকক শিশু সম্মেলন শেষে দেশে ফিরলেন জেসমিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
ব্যাংকক শিশু সম্মেলন শেষে দেশে ফিরলেন জেসমিন

নীলফামারী: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত শিশু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নীলফামারীর জলঢাকা উপজেলার মেয়ে জেসমিন আক্তার।

প্ল্যান ইন্টারন্যাশনালের এশিয়া সিভিল সোসাইটির আঞ্চলিক কর্মসূচির অধীনে আয়োজিত সম্মেলনে অংশ নেন জেসমিন।

১৩-১৫ আগস্ট ব্যাংককের ডেভিস হোটেলে আয়োজিত এই শিশু সম্মেলন শেষে রোববার দেশে ফেরেন জেসমিন।

সম্মেলনে জেসমিন থাইল্যান্ড, পূর্বতিমুর, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া ও ভিয়েতনামের শিশুদের সঙ্গে নিজ এলাকার শিশু অধিকার পরিস্থিতি, জন্মনিবন্ধন ও শিশু বিবাহ বন্ধে তার শিশু দলের ভূমিকা তুলে ধরেন।

চিড়াভিজা গোলনা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জেসমিন গোলনা ইউনিয়নের জিয়াউর রহমানের বড় মেয়ে। সম্মেলনে অংশ নেওয়ার অনুভূতি ব্যক্ত করে জেসমিন বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠায় ব্যাংকক সম্মেলনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

প্রসঙ্গত, সম্মেলনে প্ল্যান ইন্টারন্যাশনালের গাজীপুর কর্ম এলাকার আরও একজন শিশু অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
এএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।