ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জাতিসংঘ পুরস্কার তুলে দেওয়া হলো কেশবের হাতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
জাতিসংঘ পুরস্কার তুলে দেওয়া হলো কেশবের হাতে

নীলফামারী: জাতিসংঘের সম্মানজনক ‘ইয়ুথ কারেজ অ্যাওয়ার্ড ফর এডুকেশন’ পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো জলঢাকার কেশবের হাতে।

মঙ্গলবার ঢাকার লেকশোর হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে কেশবের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী  মেহের আফরোজ  চুমকি।



এসময় কেশবকে লেখা জাতিসংঘের শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন  ব্রাউনের প্রশংসাসূচক চিঠিও তুলে দেওয়া হয়।

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিশু সংগঠক কেশব রায় ১২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ ভবনে মালালা দিবসের বিশেষ  কর্মসূচিতে এ পুরস্কারে ভূষিত হন।

নিজ এলাকায় বাল্য বিয়ে বন্ধে সচেতনটা সৃষ্টি এবং ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে এ পুরস্কারে দেয় জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।