ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কসাই কাদের ফাইস্যা গেছে

লুৎফুর রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
কসাই কাদের ফাইস্যা গেছে

নতুন সকাল নতুন ভোরে
দেশমাতা দেয় হাসি
কসাই কাদের ফাইস্যা গেছে
ঝুলবে গলায় ফাঁসি।

কই গেলো তোর `ভি` দেখানো
কই গেলো তোর শান
জানিস কসাই এই ছেলেরা
দান করে যায় দান।



এইতো তোরে ঝুলাই দিলো
বোঝনা ঠেলা এবার
এই ছেলেদের বুকেই সাহস
দেশকে প্রাণ দেবার।

স্যালুট স্যালুট তরুণ ছেলে
জয় বাংলার জয়
বাঙালিরা মরতে বাঁচে
হয়না তাদের ক্ষয়।

লেখক: দুবাই প্রবাসী সাংবাদিক

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
এএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।