ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফিচার

গানের রাজা জুয়েল!

জাহিদ ফয়সাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০
গানের রাজা জুয়েল!

গান শেখার সুযোগ হয়নি জুয়েলের। ক্যাসেট প্লেয়ারে গান শোনার মাধ্যমেই তার গান গাওয়া।

আর এই গান গাওয়া থেকেই অংশ নেয় ক্ষুদে গানরাজে। চ্যানেল আই আয়োজিত ২০০৯ সালের সাড়া জাগানো প্রতিযোগিতা ‘ক্ষুদে গান রাজ’-এ গানরাজ হিসেবে নির্বাচিত হয় জুয়েল রানা।

জুয়েল এখন কামব্রিয়ান স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণীর শিক্ষার্থী। পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত জুয়েল। তারপরও থেমে নেই গানের চর্চা। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, বাহরাইনসহ ৮টি দেশে জুয়েল গান গেয়েছে।

সম্প্রতি জুয়েল রানা ইচ্ছেঘুড়ির এই প্রতিবেদকের মুখোমুখি হয়েছিল। জুয়েল বলে, ‘পড়াশোনা আর গান আগে একসাথে চাপ মনে হতো। এখন আর হয় না। এপর্যন্ত আমার ১টি একক অ্যালবাম বের হয়েছে। ’

জুয়েলের প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা ইয়াসমিন, রুনা লায়লা, সুবীর নন্দী।

গান নিয়ে ভবিষ্যত পরিকল্পানা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা নতুন প্রজন্ম। আমরা চেষ্টা করবো যারা গান গাই তারা সবাই মিলে এদেশের সংস্কৃতি সারাবিশ্বে ছড়িয়ে দেবো। যেন বাংলার সংস্কৃতি বাইরের মানুষ জানতে পারে। ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।