ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রং লেগেছে বনে

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৩
রং লেগেছে বনে

তিড়িং বিড়িং দুষ্টু ফড়িং
উড়ছে পাতায়-ঘাসে,
প্রজাপতি শান্ত মেয়ে
চুপটি করে হাসে।

রং লেগেছে সবুজ পাতায়
গাছের ডালে ডালে,
হলুদ-কমলা-লাল-নীল ফুল
নাচছে হাওয়ার তালে।


ভ্রমর খুশি- মধুর আশায়
বসল ফুলের কোলে,
শুকনো পাতায় হাওয়ায় ওড়ে,
অচেনা সুর তুলে।

গান গাইছে ছোট্ট চড়ুই
আনন্দ খুব মনে,
সবাই খুশি- রং লেগেছে,
রং লেগেছে বনে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
এএ/এমজেডআর-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।