ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইমরুল ইউসুফ-এর ছড়া

কোকিল ডাকা ভোর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
কোকিল ডাকা ভোর

আজ সারাদিন বৃষ্টি হবে মেঘকে দিয়ে ছুটি
বৃষ্টি শেষে রঙিন রোদে খেলবো লুটোপুটি।

রোদ হয়ে যায় দুষ্টু খোকা করে শুধুই খেলা
এটা ওটা খেলতে গিয়ে শেষ হয়ে যায় বেলা।



তারপরও দুষ্টু খোকা খোঁজে খেলার সাথী
এখন কোথায় বন্ধু পাবে হয়ে গেছে রাতি।

মেঘ বলে দুষ্টু খোকা তোমার খেলা শেষ
এখন শুরু আমার খেলা দেখবে তারই রেশ।

মেঘে মেঘে ঘষাঘষি শব্দ হলো শুরু
হঠাৎ এমন দৃশ্য দেখে বুকটা দুরু দুরু।

আকাশ জুড়ে আলোর খেলা দুষ্টু খোকা কই
খোকার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই।

আকাশ ভেঙে বৃষ্টি নেমে ভরলো ঘরের দোর
রোদ খোকার মিললো দেখা কোকিল ডাকা ভোর।

বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
এএ/আরকে -ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।