ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভূতের সেরা গল্প

বিনয় বর্মন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
ভূতের সেরা গল্প

রাতের বেলা ভূতটা এসে
ঢোকে পড়ার কক্ষে
এমন আজব ভূতের দেখা
মিলবে না এক লক্ষে।

সবাই তখন অন্য ঘরে
গভীর ঘুমে মগ্ন
সেই সময়ে হয় যে শুরু
ভূতের পড়ার লগ্ন।



থরে থরে কত রকম
বই সাজানো শেলফে
চিন্তা করে কোন বইটা
আসবে তাহার হেল্পে।

একটি বিশেষ বই নিয়ে সে
যায় টেবিলের সামনে
ভূতের পড়া দেখবি যদি
কুলদেবতার নাম নে।

পড়ায় পড়ায় শেষ করে যায়
পৃষ্ঠার পর পৃষ্ঠা
পড়াশোনার বিষয় বলে
ভূতের সেকি নিষ্ঠা!

পড়তে পড়তে হেসে ওঠে
আবার ধরে কান্না
কখনো বা গান ধরে সে
জগজিৎ কি মান্না।

গানের সঙ্গে শুরু করে
নৃত্য নাকি লম্ফ
ঘুমের মধ্যে সবাই ভাবে
হচ্ছে ভূমিকম্প।

ভোরের আলো ফোটার পরে
পড়াতে দেয় ক্ষান্ত
নেচে গেয়ে ভূতটা তখন
ভীষণ রকম ক্লান্ত।

সকাল বেলা জাগলো সবাই
ঘরে আলো অল্প
দেখে, ভূতের হাতে ধরা
ভূতের সেরা গল্প।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।