ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রক্তের স্রোতধারা যায় না তো পিছনে

আলেক্স আলীম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৩
রক্তের স্রোতধারা যায় না তো পিছনে

দিয়ে গেলে স্বাধীনতা
বিনিময়ে পেলে কী
কোন দেশে খুন হয়
এই ভাবে জেল এ কি?

যারা খুন করেছিল
চার বীর নেতাকে
কেউ করে মস্করা
নিয়ে সেই ব্যাথাকে।

ইতিহাসে খুনি কভু
পায় না তো পাত্তা
তবু কাঁধে ভর করে
পাক প্রেতাত্মা।



রক্তের স্রোতধারা
যায় না তো পিছনে
হুশিয়ার আছো যারা
আই এস আই মিশনে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ৩
জেডএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।