ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আনন শিশুসাহিত্য আসরের ৭ম সভা ও কর্মশালার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৩
আনন শিশুসাহিত্য আসরের ৭ম সভা ও কর্মশালার উদ্বোধন

ঢাকা: সম্প্রতি আনন ফাউন্ডেশন আয়োজিত আনন শিশুসাহিত্য আসরের ৭ম সভা ও শিশু-কিশোরদের সংগীত-আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

নূরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ভাটারা, নতুন বাজার, গুলশান-২ এ আনন ফাউন্ডেশনের সভাপতি স ম শামসুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংগীতশিল্পী রওশন আরা মুস্তাফিজ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আবৃত্তিশিল্পী আশরাফুল আলম।

এছাড়াও বক্তব্য রাখেন ও ছড়া পাঠ করেন ছড়াকার সুকুমার বড়ুয়া ও মাহমুদউল্লাহ। শিশুসাহিত্য নিয়ে আলোচনা করেন গল্পকার মনি হায়দার। তিন শতাধিক শিশু-কিশোর এতে অংশ নেয়।

রওশন আরা মুস্তাফিজের দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে সংগীত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ঘোষণা করা হয়। আবৃত্তিশিল্পী আশরাফুল আলমের একটি কিশোর কবিতা আবৃত্তির মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয় আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার।

সাহিত্য আসরে ছোটদের মধ্যে লেখা পাঠ করে জান্নাতুল ফেরদৌস নওরিন, শারমিন আক্তার ইমা, আমরিন আক্তার, হীরা আক্তার মীম, ওয়ালিদা মোনালিসা ও রাহনুমা আলম বুশরা।

বড়দের মধ্যে লেখা পাঠে অংশ নেন শাহানারা রশীদ ঝরনা, জাহানারা জানি, এনায়েত রসুল, নাসের মাহমুদ, বাকীউল আলম, চন্দনকৃষ্ণ পাল, আসলাম প্রধান, সোহেল মল্লিক, এস এ শামীম, আমীর রিয়াজ, গৌতম দাম, রানা হমিদ, জাহিদ হোসেন, আমিনুল ইসলাম মামুন, আবিদ করিম মুন্না প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা, সাহিত্য আসর ও  আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে আনন ফাউন্ডেশনের শিশু-কিশোর বন্ধুরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।