ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শেষ ম্যাচে শূন্য করেছিলেন ক্রিকেটের রান মেশিন!

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৩
শেষ ম্যাচে শূন্য করেছিলেন ক্রিকেটের রান মেশিন!

বন্ধুরা, তোমরা নিশ্চয় ক্রিকেট খেলা ভালোবাস। আর শচীনকে চেনো না, এমন কেউ নিশ্চয় নেই।

এও জান শচীন ক্রিকেটে তার শেষ ম্যাচ খেলছেন এখন। এরই মধ্যে ৭৪ রান করে করে আউটও হয়ে গেছেন  ক্রিকেটের ঈশ্বর, লিটল মাস্টার খ্যাত শচীন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নামা না লাগলে এটাই তার জীবনের শেষ ব্যাটিং।

কিন্তু তোমরা কি জানো ব্রাডম্যান নামে বিশ্বে আরেকজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন। যার অনেক রেকর্ড এখনো ভাঙা কারো পক্ষে সম্ভব হয়নি। ভবিষ্যতে হবে কিনা সেটাও সন্দেহ। শচীনও অসংখ্য রেকর্ড করেছেন যেগুলো টিকে থাকবে হয়তো শত শত বছর।

অস্ট্রেলীয় খেলোয়াড় ডন ব্রাডম্যান ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত খেলেছেন ৫২টি টেস্ট ম্যাচ ইনিংস খেলেছেন ৮০টি। আর রান করেছেন ৬৯৯৬। ১০টি ইনিংসে অপরাজিত। সেঞ্চুরি ২৯টি। আর হাফ সেঞ্চুরি মাত্র ১৩টি। সর্বোচ্চ রান ৩৩৪। ইনিংস প্রতি গড় রান ৯৯.৯৪। যা সত্যি অবিশ্বাস্য মনে হয়।

একসময় ব্রাডম্যান মাঠে নামলে মানুষ ধরেই নিতো তিনি সেঞ্চুরি করবেন। তাকে বলা হতো রান মেশিন। উপাধি পেয়েছিলেন ‘স্যার’ হিসেবে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় জীবনের শেষ ইনিংসে ব্রাডম্যান আউট হয়েছিলেন শূন্য রানে। যদি এটা না হতো তার রানের গড় হতো ১০০ বা তার উপরে!

১৯৩০ সালে তিনি একদিনে করেছিলেন ৩০৯ রান, যা বিশ্ব রেকর্ড।

সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি (১২টি), এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি রান (৫০২৮-ইংল্যান্ড), এক সিরিজে সবচেয়ে বেশি রান (৯৭৪), এক সিরিজে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি (৩টি) সহ অনেক রেকর্ড এখনো কেউ ভাঙতে পারে নি।

এক সময় ব্রাডম্যান আর পরে শচীন। মাঝের এই জায়গাটা দখল করতে পারেনি কেউই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে আরেকবার ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাক শচীন। এটাই এখন সবার প্রত্যাশা।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৩
এএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।