ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আবদুল হামিদ মাহবুব-এর ছড়া

জাগবে মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৩
জাগবে মানুষ

রাতের আঁধার কেটে গিয়ে, আসবে এক নতুন ভোর
ভোরের পাখি গাইবে গান, শুনবো কোনো নতুন সুর
সে সুর শুনে যাবেই কেটে, লাগছে যাদের মাথায় ঘোর
অশান্ত এই পরিস্থিতি; শান্ত পথে নেবেই মোড়।
 
একের প্রতি অন্যজনের, বাড়ছে যতো অবিশ্বাস
দেশের মানুষ দিচ্ছে মাশুল, উঠছে তাদের নাভিশ্বাস।


 
দমন-পীড়ন হচ্ছে যতো, কেউ কিছু ধার ধারছে না
দুই মেরুতে অনড় যারা, তারাও ছাড়, ছাড়ছে না
দেশের মানুষ খুব অসহায়, সইতে আর পারছে না
আশার প্রদীপ জ্বলছে দেখে, জয়ের আশায় হারছে না।
 
অন্তরালে খেলছে খেলুক, হালটা তবু ছাড়বো না
সমাধানের আসবে পথ, বীর বাঙালি হারবো না।
 
কত্ত আশা মনের ভিতর, আশায় বাড়ায় মনের জোর
কোলাহলে জাগবে সবাই, রাখছি খুলে সকল দোর
সূর্য উঠে আলো দেবে, আসবে দোরে মিষ্টি আলো
আলোর বানে যাবেই ভেসে, অমঙ্গলের সকল কালো।
 
জাগবে মানুষ জাগবে আবার, সেই অতীতের মতো
বাধার প্রাচীর ডিঙিয়ে মানুষ, সামনে যাবে অবিরত।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।