ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মহাদেশ মহাদেশ

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৩
মহাদেশ মহাদেশ

বন্ধুরা, মহাদেশ সম্পর্কে জানো তো? জানারই কথা। বিশ্বে কয়টা মহাদেশ আছে তাও জানো নিশ্চয়ই? হ্যাঁ।

সাতটি মহাদেশ নিয়ে আমাদের এই পৃথিবী। এই মহাদেশগুলোর ভেতরেই রয়েছে সবগুলো দেশ। আজ চলো জেনে নিই আমাদের সাতটি মহাদেশ নিয়ে।

এশিয়া
বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। এশিয়া মহাদেশের আয়তন ৪৩ কোটি ৮ লাখ ২০ হাজার বর্গ কিলোমিটার। এই মহাদেশে দেশ রয়েছে ৪৭টি। সর্বমোট জনসংখ্যা প্রায় ৪১৬ কোটি ৪২ লাখ ৫২ হাজার। আমরা এশিয়া মহাদেশেই বাস করি। দক্ষিণ এশিয়ায় অবস্থিত আমাদের বাংলাদেশ।

আফ্রিকা
আফ্রিকার কথাও তো সবার জানা। এটা দ্বিতীয় বড় মহাদেশ। আয়তন ৩ কোটি ৩৭ লাখ বর্গ কিলোমিটার। এখানে ৫৪টি দেশ রয়েছে। জনসংখ্যা প্রায় ১০২ কোটি ২২ লাখ ৩৪ হাজার।

উত্তর আমেরিকা
আয়তনের দিক থেকে আফ্রিকার পরপরই উত্তর আমেরিকার অবস্থান। এই মহাদেশের আয়তন ২ কোটি ৪৪ লাখ ৯০ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৫৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার। উত্তর আমেরিকায় দেশ আছে ১২টি।

দক্ষিণ আমেরিকা
দক্ষিণ আমেরিকার আয়তন ১ কোটি ৭৮ লাখ ৪০ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৩৯ কোটি ২৫ লাখ ৫৫ হাজার। দেশ আছে ২৩টি।

অ্যান্টার্কটিকা
অ্যান্টার্কটিকার আয়তন ১ কোটি ৩৭ লাখ ২০ হাজার বর্গ কিলোমিটার। এই মহাদেশে কোনো দেশ নেই। সবগুলো মহাদেশের মধ্যে অ্যান্টার্কটিকার জনসংখ্যা সবচেয়ে কম। প্রায় ৪ হাজার ৪৯০ জন। তার মানে কী হলো? আমাদের বাংলাদেশের ছোট একটি গ্রামের চেয়েও অ্যান্টার্কটিকার জনসংখ্যা কম!

অ্যান্টার্কটিকার তাপমাত্রা অনেক কম, এই মহাদেশের অধিকাংশই সারা বছর বরফে ঢাকা থাকে। তাই গ্রীষ্মকালীন সময়ে কিছু মানুষ বসবাস করলেও সারা বছর এখানে বসবাস করা অসম্ভব প্রায়।

ইউরোপ
১ কোটি ১ লাখ ৮০ হাজার বর্গ কিলোমিটার ইউরোপের সর্বমোট আয়তন। এখানে ৪৩টি দেশ আছে। জনসংখ্যা প্রায় ৭৩ কোটি ৮১ লাখ ৯৯ হাজার। জনসংখ্যার দিক থেকে সাতটা মহাদেশের মধ্যে ইউরোপ তৃতীয় স্থানে।

অস্ট্রেলিয়া
সাতটা মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে ছোট। আয়তন ৯০ লাখ ৮ হাজার ৫০০ বর্গ কিলোমিট‍ার।   দেশ আছে ১৪টি। অস্ট্রেলিয়া মহাদেশের জনসংখ্যাও বাংলাদেশের চেয়ে কম। ২ কোটি ৯১ লাখ ২৭ হাজার।      

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।