ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

অন্যরকম ৭ ফুল

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
অন্যরকম ৭ ফুল

ফুল সৌন্দর্যের প্রতীক। অনেক রকম ফুল আমরা চিনি, আবার হরেক রকম ফুলের ভিড়ে অনেক ফুলের কথাই আমাদের কাছে অজানা।

সেসব ফুলের মধ্যে অনেকগুলো আবার অন্যান্য ফুলের চেয়ে আলাদা। তেমন কিছু অন্যরকম ফুল নিয়ে আজকের আয়োজন।

ফ্লেম লিলি: এই ফুলটি এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে পাওয়া যায়। বৈজ্ঞানিক নাম Gloriosa Superba। পরিবার Colchicaceae । ফুলটি লাল ও হলুদ রঙের হয়। পাপড়িগুলো ঢেউ খেলানো। জিম্বাবুয়ের জাতীয় ফুল ফ্লেম লিলি।

বি অর্কিড: মৌমাছির মতো দেখতে এই অর্কিড। অর্কিড পরিবারের এই ফুলের বৈজ্ঞানিক নাম Ophrys Apifera। ফুলটি মেডিটেরেনিয়ান অঞ্চলে দেখা যায়। হঠাৎ করে দেখলে হাসিমুখ মৌমাছি ভেবে চমকে যাবেন যে কেউ।

কর্পস লিলি: কর্পস লিলি বিশ্বের সবচেয়ে বড় ফুল। তবে এটির গন্ধ নাকে এলে আর রক্ষে নেই। মাংসপচা গন্ধ বের হয় ফুলটি থেকে। এটির ওজন ১১ কেজি পর্যন্ত হতে পারে। কর্পস লিলির বৈজ্ঞানিক নাম Rafflesia Arnoldii। বিরল এই ফুলটি পাওয়া যায় সুমাত্রা দ্বীপ ও ইন্দোনেশিয়ায়।

বার্ড অব প্যারাডাইস: বার্ড অব প্যারাডাইস ফুলটি দেখতে পাখির মতো। Strelitziaceae পরিবারের ফুলটির বৈজ্ঞানিক নাম Strelitzia reginae। ক্রেন ফ্লাওয়ার নামেও পরিচিত বার্ড অব প্যারাডাইস। দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এ ফুল।

হুয়েরনিয়া অকুলাটা: Apocynaceae পরিবারের ফুল Huernia Oculata। এটি শুকনো আবহাওয়ায় জন্মে। সচরাচর দেখা যায় না ফুলটি।

স্নেক’স হেড: Liliaceae পরিবারের ফুল স্নেক’স হেডের বৈজ্ঞানিক নাম Fritillaria meleagris। ফুলটিকে chess flower, frog-cup, guinea-hen flower, leper lily, Lazarus bell, checkered lily ইত্যাদি নামে ডাকা হয়।

টর্চ জিঞ্জার: টর্চ জিঞ্জারের বৈজ্ঞানিক নাম Etlingera elatior। টুকটুকে লাল রঙের ফুলটিকে কোস্টারিকার বাগানগুলোতে দেখা যায়। এছাড়াও আরো কিছু জায়গায়ও পাওয়া যায় এটি।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।