ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সংবাদ

শুরু হলো চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

আবীর ফেরদৌস/তোফাজ্জল লিটন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১
শুরু হলো চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

মুক্ত আকাশের বেলুন আর পায়রা উড়ানোর মধ্য দিয়ে শুরু হলো ‘চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১১’। শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরিতে উৎসব উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।



এরপর উৎসবের নানা দিক নিয়ে লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারল ডি রয়, উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম।

উৎসবের উদ্বোধক মুস্তাফা মনোয়ার বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন এতো কিছু দেখতে পারিনি। তোমরা তা দেখতে পাচ্ছো। তোমরা অবশ্যই এগিয়ে যাবে। এযুগ বাড়িতে বসে থাকার যুগ নয়। এটি হলো বিশ্বকে দেখার যুগ।

কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল বলেন, বাংলাদেশ থেকে একদিন বড় চলচ্চিত্রকার হবে। সে অস্কার পাবে। সে হবে এখনকার শিশুদেরই একজন। তার জন্য আগাম অভিনন্দন।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, তোমাদের মাঝে এসে আনন্দিত। তোমাদের সঙ্গে আমি সবসময় আছি।

আলোচনার সভা শেখে রায়হান আহমেদ পরিচালিত ‘থার্ড আই’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে উৎসবটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।