ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আটদিনব্যাপী জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
আটদিনব্যাপী জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশু-কিশোরদের সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে ‘বিকশিত শিশু আলোকিত আগামী’ স্লোগানে শুরু হয়েছে আটদিন ব্যাপী (১ থেকে ৮ মার্চ) দ্বাদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব।

শনিবার সন্ধ্যায় পিপলস থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহায়তায় জাতীয় নাট্যশালায় এ উৎসব শুরু হয়।

এটি দেশের বৃহৎ শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা,এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এ উৎসব। সারাদেশের প্রায় ৭০টি শিশু-কিশোর ও যুব নাট্যদল নাটক প্রদর্শন করবে এ উৎসবে।

পাশাপাশি এ্যাক্রোবেটিক প্রদর্শনী ও কর্মশালা পাপেট শো, ক্লাউন শো, থিয়েটার গেমস, যাদু ও শিশু চলচ্চিত্র প্রদর্শনসহ শিশুদের জন্য থাকবে নানা আয়োজন।

শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবের প্রবক্তা ও জার্মান অ্যামেচার থিয়েটার ফেডারেশনের সভাপতি নরবাট রাডারামখার।

উদ্বোধনী অনুষ্ঠানে নরবাট বলেন, শিশুরা আগামীর কর্ণধার। থিয়েটারের মধ্য দিয়ে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে পারলে পৃথিবী হবে অনাবিল।

প্রধান অতিথির বক্তব্যে যোগযোগমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহে আজকের নাট্যশালা। যুব নাট্যোৎসব করে যেতে প্রধানমন্ত্রী নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন। শিশুরা আজ জঙ্গিবাদ আর নাশকতার শিকার। এসব শিশুদের জন্য বাসযোগ্য আবাসন গড়ে তোলাই হবে আমাদের কাজ।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, নাট্যজন মুস্তফা মনোয়ার, বিশ্ব আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, পিপলস থিয়েটার এসোসিয়েশনের উপদেষ্টা এসএম মহসীন
প্রম‍ুখ।

এর আগে বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে পিপলস থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে দ্বাদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব-২০১৪ উপলক্ষ্যে একটি আনন্দ ৠালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।