ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রাহাত হোসেন-এর ছড়া

পিছিয়ে নেই ফুটবলে

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
পিছিয়ে নেই ফুটবলে

মোহনবাগান হারতে জানে
ইস্ট বেঙ্গলও তাই
শেখ জামালে করলো প্রমাণ
এগিয়ে আমরাই।
লাল সবুজের পতাকাটা
উড়ছে দেখ গৌরবে
বাংলা হলো মাতোয়ারা
ফুটবলেরি সৌরভে।


এগিয়ে চল সাহস নিয়ে
দামাল ছেলের দল
সামনে আছে সোনালি দিন
আলোতে ঝলমল।
নিন্দুকেরা নিন্দা করুক
নিন্দা গায়ে মাখবে না
বুক চিতিয়ে লড়বে সবাই
হারার আগে হারবে না।
এমনি করেই জয়ের মালা
আনতে হবে ছিনিয়ে
লাল সবুজের পতাকাটা
ভালো করে চিনিয়ে।
চিনলো এবার মোহনবাগান
চিনলো ইস্ট বেঙ্গলে
চিনিয়ে দিলো শেখ জামালে
পিছিয়ে নেই ফুটবলে।

(মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আমাদের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়ে। উৎসর্গ : শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলারদের)

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।