ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শুভ জন্মদিন আইনস্টাইন

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
শুভ জন্মদিন আইনস্টাইন

ঢাকা: বিজ্ঞানের নাম শুনলেই যে মানুষগুলোর নাম মনে পড়ে তাদের একজন অ্যালবার্ট আইনস্টাইন। জগদ্বিখ্যাত এ বিজ্ঞানী বিজ্ঞানের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।



১৮৭০ সালের ১৪ মার্চ জার্মানির উলম শহরে জন্ম আইনস্টাইনের। তার বাবার নাম হেম্যান আইনস্টাইন ও মা পলিন কখ। শৈশব জার্মানিতে কাটলেও ১৫ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ইতালির মিলানে পাড়ি জমান আইনস্টাইন। ছোট থেকেই গণিত ও বিজ্ঞানের প্রতি তীব্র আকর্ষণ ছিল তার। এরপর পাভিয়াতে থাকা অবস্থায় আইনস্টাইন তার জীবনের প্রথম বৈজ্ঞানিক গবেষণাপত্র লেখেন।

আইনস্টাইনের বাবা তাকে মিউনিখে বোর্ডিং স্কুলে রেখে গিয়েছিলেন। সেখানে তার ওপর অনেক বেশি চাপ পড়ছিল বলে পরবর্তীতে তিনি তা ছেড়ে চলে আসেন। এরপর তাকে ইতালিতে আর কোনো স্কুলে ভর্তি করানো হয় নি। পরবর্তীতে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত সুইজ ফেডারেল পলিটেকনিক স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পান আইনস্টাইন।

একটি পেটেন্ট অফিসের সহকারী পরীক্ষক হিসেবে আইনস্টাইনের চাকরি জীবন শুরু হয়। আইনস্টাইনের কলেজ সহপাঠী মিশেল বেসোও এ অফিসে কাজ করতেন। তারা দু’জন অন্য বন্ধুদের সঙ্গে বার্নের এক জায়গায় নিয়মিত মিলিত হতেন। তাদের মিলিত হবার উদ্দেশ্য ছিল বিজ্ঞান এবং দর্শন বিষয়ে আলোচনা করা। এভাবে একটি ক্লাব তৈরি করেন তারা। এই ক্লাবের নাম ছিল ‘দ্য অলিম্পিয়া একাডেমি’।

১৯১১ সালে জুরিখ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন আইনস্টাইন। পরবর্তীতে চার্লস ইউনিভার্সিটি অব প্রাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন।

পদার্থবিজ্ঞানের উন্নয়নে আইনস্টাইনের ভূমিকা অনস্বীকার্য। e=mc2 তার বিখ্যাত তত্ত্ব। ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন এই বিজ্ঞানী। ‘টাইম’ সাময়িকী আইনস্টাইনকে শতাব্দীর সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া বেশির ভাগ পদার্থবিজ্ঞানীর মতে আইনস্টাইন সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী।
১৯৫৫ সালের ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটনে এ বিজ্ঞানীর মৃত্যু হয়।

অসামান্য প্রতিভাধর বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন আজ। ইচ্ছেঘুড়ির পক্ষ থেকে তার প্রতি রইল শ্রদ্ধা।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।