ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইমরুল ইউসুফ-এর

ফলের ছড়া

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৪
ফলের ছড়া

আম
আম হলো ফলের রাজা
দেশের সেরা ফলও
টক মিষ্টি এই ফলটি
সবচাইতে রসালো।

কাঁঠাল
প্রিয়তি সোনার কাঁঠাল প্রিয়
তাই এনেছি কিনে
জানবে এটাই জাতীয় ফল
সবাই রাখো চিনে।



লিচু
স্বাদে গন্ধে রূপে গুণে
লিচুর তুলনা ভার
থোকায় থোকায় লিচু ধরে
কী সুন্দর বাহার!

জাম
জাম খাবে গো জাম খাবে
মুখটি করে লাল
বেগুনি শাঁসের এ ফলটিতে
রক্ত হবে হাল।

আমলকি
দেখতে সবুজ স্বচ্ছ দেহ
শাঁসের নিচে আঁটি
গোল-গাল এই আমালকিতে
সি ভিটামিন খাঁটি।

নারিকেল
নারিকেলে আছে শাঁস
মালা ভরা পানি
নারিকেলের কোরমা হয়
হয়ও জ্বালানি।

কলা
কাঁচায় সবজি পাকলে ফল
দুইভাবে যায় খাওয়া
পুষ্টিগুণে ফলটি ভরা
বছরজুড়ে যায় পাওয়া।

পেয়ারা
কাঁচা পাকা ছোটো বড়ো
নানা জাতের পেয়ারা
পেট ভরা ভিটামিন তার
শুনে রাখো সোনারা।

লেবু
কাঁচায় সবুজ পাকলে হলুদ
লেবু যে নাম তার
আচার ও শরবতে এর
জুড়ি মেলা ভার।

আনারস
টকমিষ্টি স্বাদের ফল
তার নাম আনারস
এ বি সি ভিটামিনে ভরা
এর শাঁস ও রস।

জামরুল
জামরুলের খোসা নেই
গোটাটাই শাঁস
খোসাসহ খেতে হয়
মেটে পানির আশ।

বাতাবি লেবু
বাতাবি লেবুর খোসার ভিতর
থাকে কোষের সারি
লালচে কোষে লবণ মেখে
খেতে লাগে ভারি!

পেঁপে
রোজ রোজ পেঁপে খাও
কাঁচা পাকা যেমনই
বেড়ে যাবে আয়ুটাই
পেঁপের গুণ এমনই।

আমড়া
টক মিষ্টি আমড়া ফলের
সাবাই জানে নাম
খেতে মজা পাই ভিটামিন
লোহা ও ক্যালসিয়াম।

কামরাঙা
পাঁচটি শিরাযুক্ত কামরাঙা ফল
ভরা রস ও শাঁসে
হালকা হলুদ এই ফলটি
পাকে ভাদ্র মাসে।

চালতা
চালতার আচার দারুণ মজা
যখন খুশি খাই
চালতা নামের ফলটি মোরা
বর্ষকালে পাই।

আতা
আতা গাছে তোতা পাখি
যায় না দেখা আর
আতার তাতে বয়েই গেল
আতার মজাই সার।

কুল
বিলেতি বরই নারকেল কুল
কিংবা দেশি কুল
টক মিষ্টি মিলিয়ে কুলের
নেইকো কোনো তুল।

ডালিম
ডালিম খেলে মেধা বাড়ে
গায়ে বাড়ে বল
আরো বাড়ায় মুখে রুচি
এটা এমন ফল।

সফেদা
সফেদা হলো গোলাকার ফল
মিষ্টি এবং শাঁসালো
বাদামি রঙের এই ফলটি
পুষ্টিকর ও রসালো।

তরমুজ
ভিটামিন ও লৌহে ভরা
তরমুজ তার নাম
এর রস দূর করে
ক্লান্তি এবং ঘাম।

তেঁতুল
তেঁতুল এবং তেঁতুল পাতা
দুটোরই স্বাদ টক
তবু জিভে জল আনে সে
হোক না যেমন ঢক।

বেল
শক্ত পুরু খোসার ভিতর
শাঁস থাকে বেলে
পেটের নানান অসুখ সারে
বেলের শরবত খেলে।

জলপাই
জলপাইয়ের স্বাদ টক
সবুজ রঙে গড়া
আচারে তুলনাহীন
তেলটি দামে চড়া।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।