ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নিজেই বানাও ফটোফ্রেম

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
নিজেই বানাও ফটোফ্রেম

যা লাগবে তোমার
পুরনো ডেস্ক ক্যালেন্ডার, পেন্সিল, কাঁচি, আঠা, রঙিন চার্ট পেপার, গ্লিটার।

যেভাবে বানাবে
ডেস্ক ক্যালেন্ডারের পৃষ্ঠাগুলো ছিঁড়ে শুধু শক্ত অংশটি রাখো।

এবার তার উপরে পছন্দমতো যে কোনো রঙের চার্ট পেপার লাগিয়ে নাও। দুপাশেই লাগাবে কিন্তু।


রঙিন চার্ট পেপারে পছন্দমতো কিছু এঁকে কেটে নাও। সেটা হতে পারে ফুল-পাতা, টেডি বিয়ার, ডলফিন বা কোনো ডিজাইন। তোমার পছন্দমতো কিছু এঁকে কেটে নেবে। চাইলে গ্লিটার সেগুলোতে দিয়ে নিতে পারো।



এবার তোমার ডেস্ক ক্যালেন্ডারের শক্ত অংশের দুপাশেই চারপাশ থেকে এক ইঞ্চি (বা নির্দিষ্ট কোনো মাপ) বাদ দিয়ে দাগ দিয়ে নাও।
ক্যালেন্ডারের পৃষ্ঠা মাপমতো কেটে তার উপরে চার্ট পেপার লাগিয়ে সেটা দাগের বাইরের অংশে লাগিয়ে নাও। শুধু উপরে আর নিচে আঠা দেবে, দুপাশে ফাঁকা রাখবে। এখান দিয়ে তুমি ফটোফ্রেমে ছবি ঢোকাবে।

এবার চারপাশের এই অংশটায় তোমার তৈরি করা জিনিসগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দাও। চাইলে ব্যাকগ্রাউন্ডে রং বা গ্লিটার দিয়ে নিতে পারো। যেমন, তুমি যদি মাছ, শামুক, ঝিনুক বানিয়ে থাকো, তবে ব্যাকগ্রাউন্ডে নীল-সাদা-আকাশি রং এবং নীল ও রূপালি গ্লিটার ব্যবহার করে সামুদ্রিক পরিবেশ তৈরি করতে পারো। চাইলে পুঁথি, সত্যিকারের শামুক-ঝিনুক, রিবন ইত্যাদি লাগিয়ে দাও।

এখন তোমার ফটোফ্রেম তৈরি। এবার তুমি এর দুপাশে দুটো ছবি রাখতে পারবে। তোমার ঘরে তো রাখতে পারোই, চাইলে একটা ফটোফ্রেম বানিয়ে উপহার দিতে পারো তোমার বন্ধুকেও।

তথ্যসূত্র: ইন্টারনেট
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।