ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফলে ভরা বৈশাখ ।। সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ৫, ২০১৪
ফলে ভরা বৈশাখ ।। সুমন বিশ্বাস

বারোটি মাস ঘুরে
এলো বৈশাখ
ঘরে ঘরে পড়ল সাড়া
খুশি দিচ্ছে ডাক।

দুঃখ ব্যথা গ্লানি ভুলে
সম্ভাবনার দিশা
নতুন বছর পথ দেখাবে
কাটিয়ে অমানিশা।



বছর এবার ভালোই যাবে
মাঠ ভরেছে ধানে,
পাড়ায় পাড়ায় জমবে আসর
রাত্রিবেলা গানে।

নতুন ধানের চিড়ে মুড়ি
সাথে কাঁঠাল আম
তৃপ্তি ভরা স্বাদের নাচন
মুখেতে ধুমধাম।

রসে ভরা জাম তরমুজ
গরম দুপুর বেলা
লিচু আছে তাদের সাথে
করবে মুখে খেলা।

আরও কত ফল যে ধরে
এই বোশেখের কালে
কাচা কিংবা পাকা হোক
শোভিত হয় ডালে।

নানা স্বাদের ফল যেন পাই
সারা বছর জুড়ে
সুখেরা সব ঘরেই থাকুক
দুঃখরা যাক উড়ে।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।