ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আঙুলে পোর্ট্রেইট!

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৪
আঙুলে পোর্ট্রেইট!

বিখ্যাত ব্যক্তিদের পোর্ট্রেইট আঁকেন অনেক শিল্পীই। কিন্তু ডিটো ভন টিজ নামে পরিচিত শিল্পীটির পোর্ট্রেইট আঁকার ধরনটা বোধহয় কারো সঙ্গেই মিলবে না।

আঙুলটাকেই যে ক্যানভাস বানিয়ে ফেলেছেন তিনি! আঙুলের উপরেই স্বাচ্ছন্দ্যে এঁকেছেন বিখ্যাত সব মানুষের পোর্ট্রেইট।   রয়েছে অনেক কার্টুন চরিত্রও।

ইতালির এই শিল্পী “ডিটোলজি” নামক একটি প্রকল্প হাতে নিয়েছেন। “ডিটো” শব্দের অর্থ আঙুল। ডিটোলজি প্রকল্পে শিল্পী শুধু সত্যিকারের বিখ্যাত মানুষদেরই নয়, জনপ্রিয় কাল্পনিক চরিত্রগুলোর পোর্ট্রেইটও করছেন আঙুলের উপর।

৩৩ বছর বয়সী এই শিল্পীর আঙুল-পোর্ট্রেইট করার শুরুর গল্পটা বেশ মজার। ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে দেওয়ার জন্য একটা সত্যিকারের অ্যাভাটার খুঁজছিলেন তিনি। তখনই মাথায় এলো আঙুলের উপর বিভিন্ন ব্যক্তির পোর্ট্রেইট করার। আর তারপরই শুরু করলেন “ডিটোলজি” প্রকল্প।   

যদিও বলেছি তিনি আঙুলকে ক্যানভাস হিসেবে ব্যবহার করছেন, আসল ব্যাপার কিন্তু ভিন্ন। তার আঙুল ক্যানভাস হয়ে পোর্ট্রেইট ধরে রাখছে না, বরং বিভিন্ন মানুষের রূপ নিচ্ছে। আঙুলকে ক্যাপ পরিয়ে বা চুল লাগিয়ে স্টিভ জবস, দালাই লামা, গাদ্দাফি এমনকী যীশুখ্রিস্টও বানিয়ে ফেলেন ডিটো।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।