ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হৃদয়ে নজরুল ।। শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, মে ২৫, ২০১৪
হৃদয়ে নজরুল ।। শাহজাহান মোহাম্মদ ছবি: সংগৃহীত

ছোট্ট বেলার দুখু মিয়া
মহান জাতীয় কবি
ফুল পাখি কমল শিশুর
হৃদয়ে তুমি ছবি।

কাঠবিড়ালি খুকুর সাথে
ছিলো তোমার খেলা।


রোজ প্রভাতে আলোয় দিশায়
কাটতো সারা বেলা।

লেটো দলের নায়ক তুমি
ধূমকেতুতে চলা
বিদ্রোহী বীর কণ্ঠে তোমার
অগ্নিবীণায় বলা।

আরবি ফার্সি উর্দু ভাষা
সব যে ছিলো জানা
শ্যামসংগীত লোকসংগীত
নাট্যদলে আনা।

কবি তোমায় হাজার সালম
জাগালে মোদের প্রাণ
বিশ্ব বুকে ছড়িয়ে দিলে
ঝাঁকড়া চুলের ঘ্রাণ।

ঝিঁঙে ফুল দোলনচাঁপা
ডাকছে চুপি চুপি
মসজিদের পাশে দেখো
ঘুমিয়ে আছেন কবি।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।