ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চারুকলায় সপ্তাহব্যাপী শিশু চিত্রকলা প্রদর্শনী শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জুন ৭, ২০১৪
চারুকলায় সপ্তাহব্যাপী শিশু চিত্রকলা প্রদর্শনী শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শিশু চিত্র প্রদর্শনী। ‘বৈশাখে আঁকো, জ্যৈষ্ঠ প্রদর্শনী’ শিরোনামের এ প্রদর্শনী স্থান পেয়েছে ৬০টি নির্বাচিত শিশু চিত্রকর্ম।



শনিবার সন্ধ্যায় প্রদর্শনীটির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

প্রদর্শনীটির আয়োজক পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে আগামী ১৪ জুন পর্যন্ত।

শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান, এবি ব্যাংকের পরিচালক শামীম আহমেদ চৌধুরী প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হোসেন বাবু। শুভেচ্ছা বক্তব্য দেন শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী।

কামাল লোহানী বলেন, জন্ম নিলেই মানুষ হওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে হলে প্রয়োজন উন্নত মানসিকতা। সংস্কৃতি চর্চার মাধ্যমে বেড়ে উঠলে শিশু উন্নত মানসিকতার অধিকারী হয়।

জয়নুল গ্যালারি ঘুরে দেখা যায় শিশুদের চিত্রকর্মে উঠে এসেছে আবহমান গ্রাম বাংলার আবহ ও জাতীয় বিষয়গুলো। এরমধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, পহেলা বৈশাখ, গ্রামীণ জীবন, ঘুড়ি উড়ানোসহ নানা বিষয়।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।